Image description

ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক জুমার এক ফেসবুক পোস্টে মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যাকে 'সহস্রাধিক' উল্লেখ করায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

 

সংগঠনটির পক্ষ থেকে জারি করা বিবৃতিতে জুমার এই বক্তব্যকে 'তথ্য ও সংখ্যা বিকৃতি' বলে অভিহিত করে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। তবে প্রতিবাদী এই বিবৃতিতে মুক্তিযুদ্ধের শহীদ সংখ্যা 'লক্ষাধিক' বলে উল্লেখ করা হয়েছে।

 

এদিকে, বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিসংখ্যান আলোচনায় এসেছে। সরকারিভাবে মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের ত্যাগের কথা স্বীকৃত রয়েছে। এ প্রেক্ষাপটে 'সহস্রাধিক' ও 'লক্ষাধিক' উভয় বক্তব্যই ঐতিহাসিকভাবে গৃহীত সংখ্যার সাথে সাংঘর্ষিক।