Image description
 

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল করেছে রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে। এ সময় খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে বক্তব্য দেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের বড় ভাই রমজান আলী ও ছোট ভাই আবু হোসেন।

 

মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় রংপুর প্রেস ক্লাব মিলনায়তনে আরপিইউজের সিনিয়র সহ-সভাপতি চঞ্চল মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের বড় ভাই রমজান আলী ও ছোট ভাই আবু হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক, সাংগঠনিক সম্পাদক বাদশাহ ওসমানী, কোষাধ্যক্ষ ও অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মমিনুল ইসলাম রিপন, সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ন কবির মানিক, নির্বাহী সদস্য কামরুল ইসলাম চুন্নু, রংপুর রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শফিউল করিম শফিক, সাংগঠনিক সম্পাদক ফখরুল শাহীন, বৈষম্যবিরোধী সাংবাদিক আন্দোলনের নেতা এসএম জাকির হোসাঈন প্রমুখ।

এ সময় প্রথম খবরের নির্বাহী সম্পাদক তৌহিদুর রহমান বাবলা, বাংলাদেশ বেতার রংপুরের সংবাদদাতা সিদ্দিকুর রহমান, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুরের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজাল, রংপুর সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক হারুন উর রশিদ সোহেল, পাঠাগার সম্পাদক সাহানুর রহমান, সদস্য সেলিম সরকার, মেজবাহুল হিমেল, আবু রায়হান, মাহমুদুল হাসান, হারুন অর রশিদ বাবু, রংপুর প্রেস ক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাপ্পী, সদস্য রেজাউল ইসলাম বাবু, রোস্তম আলী সরকার, মাসুদুর রহমান রাজ, সাগর মিয়া, রতন রায়হান, তাহমিদা আফরিন লিপি, শিল্পী খাতুন, তৌফিকুর রহমান, আমির হোসেন, মানিক মিয়া, খুশবু হাসান রনি, দিগন্ত, আব্দুল্ল্যাহ আল মামুন, মোস্তাফিজার রহমান বাবলু, নুর হাসান চান, উদয় চন্দ্র বর্মণ, আঁখি, মিজানুর রহমান মিজান, আফফান হোসাঈন আজমীর, জালাল উদ্দিন, সাংবাদিক রেখা মনি, ইমরোজ হোসেন ইমু, মিজানুর রহমান, জুলফিকার জুয়েল, মেহজামিন মৌসহ রংপুর প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, সিটি প্রেস ক্লাব, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, অনলাইন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বৈষম্যবিরোধী সাংবাদিক আন্দোলনের নেতা-সদস্যরা ছাড়াও রংপুরে কর্মরত দেড় শতাধিক গণমাধ্যম কর্মী অংশ নেন।

অনুষ্ঠানে খতমে শেফা পরিচালনা করেন মাহিগঞ্জ বাইতুল মামুর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মুন্না। পরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মোনাজাতে অংশ নেন গণমাধ্যম কর্মীরা।