Image description

নিষিদ্ধ ঘোষিত মুগদা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর দক্ষিণ শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সহ-সভাপতি সামাদ উদ্দিন বিজয়কে (২৭) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় লালবাগ থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস ডিভিশনের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। 

তিনি জানান, বিজয় সম্প্রতি আগারগাঁও ও ডেমরা এলাকায় কার্যক্রম-নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলে সক্রিয়ভাবে অংশ নিয়েছিল। তার কর্মকাণ্ড পর্যবেক্ষণ ও গোয়েন্দা নজরদারির পর চিহ্নিত করে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃত সামাদ উদ্দিন বিজয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।