ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর প্রধান সংগঠক নাঈম আহমাদ দেশের রাজনৈতিক শূন্যতা পূরণের লক্ষ্যে বিএনপি–জামায়াতের পাশাপাশি বিকল্প রাজনৈতিক শক্তির গুরুত্বের ওপর জোর দিয়েছেন।
আজ মঙ্গলবার রাজধানীর জামান টাওয়ারে অবস্থিত সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে, ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত ‘নতুন রাজনীতি উত্থানের শর্ত ও আসন্ন নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় নাঈম আহমাদ বলেন, দেশের রাজনীতিতে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণে ইতিবাচক ধারার বিকল্প বলয় গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের পুনরায় রাজনীতিতে ফেরা রোধ করতে এবং কালো টাকা ও পেশিশক্তিনির্ভর রাজনীতি বন্ধ করতে জনগণের সামনে নতুন, বিশ্বাসযোগ্য রাজনৈতিক পথ তুলে ধরার বিকল্প নেই। পাশাপাশি, জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা বিভিন্ন শক্তির মধ্যে আস্থা ও শ্রদ্ধার সম্পর্ক পুনর্গঠন আগামী দিনের রাজনীতির জন্য অপরিহার্য।
সভায় বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাধারণ সম্পাদক দিদার ভূইয়া বলেন, লাহোর প্রস্তাবের পর মুসলিম লীগের নিরঙ্কুশ বিজয় এবং ৬ দফার ধারাবাহিকতায় আওয়ামী লীগের বিশাল বিজয়ের মতো, আসন্ন নির্বাচনে জুলাইয়ের স্টেকহোল্ডারদের জয় নিশ্চিত করতে এবারের নির্বাচনকে ‘পলিটিক্যাল ইলেকশন’-এ রূপান্তরিত করতে হবে।
বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রচার সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ বলেন, রাসুল (সা.) সমস্যা সমাধানের রাজনীতি করতেন। মানুষের বাস্তব জীবনের সমস্যা সমাধানে ব্যর্থ হলে নতুন রাজনীতির উত্থান সম্ভব নয়।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মো. জসীম উদ্দিন হাওলাদার, এবং সঞ্চালনা করেন সদস্য সচিব কাজী সালমান। অন্য বক্তাদের মধ্যে ছিলেন যুগ্ম প্রধান সংগঠক আবরার হামীম, কেন্দ্রীয় সদস্য নজরুল ইসলাম, মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক মেহেদী মুদাচ্ছের আলম, শাহজাদা মো. ইউসুফ, যুগ্ম সদস্য সচিব তানভীর হোসাইন সানজী, যাত্রাবাড়ী থানার আহ্বায়ক কামরুল ইসলাম হীরা প্রমুখ।