Image description

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডকে অধিকতর সহযোগিতার জন্য আসছে আরো দুটি বিশেষজ্ঞ চিকিৎসকদল।

বুধবার (৩ ডিসেম্বর) সকালে যুক্তরাজ্য থেকে একটি এবং সন্ধ্যায় চীন থেকে আরেকটি চিকিৎসকদল ঢাকায় এসে পৌঁছাবে।

মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে এসব তথ্য জানান বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

চেয়ারপারসনের পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর মাধ্যমে আল্লাহর দরবারে দোয়া চাওয়া হয়েছে বলেও জানিয়েছেন শায়রুল কবির খান।