ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৩৬ কেজি গাঁজাসহ যুবদল নেতা কামরুল হাসান গ্রেপ্তারের ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নৈতিক স্খলনের অভিযোগে তাকে সব পদ থেকে বহিষ্কার করেছে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ঢাকা-আগরতলা সড়কে পুলিশের মাদকবিরোধী অভিযানে আটক হওয়ার পরপরই কেন্দ্রীয় দপ্তর সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তার বিরুদ্ধে সাংগঠনিক কঠোর সিদ্ধান্ত জানানো হয়।
মঙ্গলবার (২ ডিসেম্বর) কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মিজানুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।
এর আগে মঙ্গলবার সকালে ঢাকা-আগরতলা সড়কের কোড্ডা বাইপাস এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩৬ কেজি গাঁজাসহ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান (৪০) ও তার সহযোগী গোলাম রাব্বিকে (২৫) আটক করে পুলিশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবদলের ভাবমূর্তি নষ্টকারী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কামরুল হাসানকে অবিলম্বে বহিষ্কার করা হয়েছে এবং তার সঙ্গে কোনো সাংগঠনিক যোগাযোগ না রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
আখাউড়া উপজেলা যুবদলের আহ্বায়ক জাকির হোসেন বলেন, ‘কামরুল আমার কমিটির যুগ্ম আহ্বায়ক হলেও তার মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি আমি জানতাম না। তাকে গ্রেফতারের খবর পেয়ে আমিও হতবাক হয়েছি। কেন্দ্রীয় কমিটিকে বিষয়টি জানানো হয়েছে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’