Image description

 জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, মানুষের কাছে শুনি, কেউ বলেন—আমি নাকি ৫০০ ভোট পাব।

তিনি বলেছেন, নয় মাসের একটি নতুন দল যদি বাপ-দাদার পরিচয় ছাড়া ৫০০ ভোটও পায়, সেটাই অনেক বড় বিষয়। আমি খেটে খাওয়া মানুষের প্রতিনিধি হয়ে আসছি। আমার বড় বংশ নেই, টাকা-পয়সা নেই, বিদেশে পড়াশোনা করি নাই; আপনাদের মধ্য থেকেই আমি উঠে এসেছি।

মঙ্গলবার (২ ডিসেম্বর) কুমিল্লার দেবিদ্বারের ভানী ও সুলতানপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এনসিপির পদযাত্রা ও গণযোগাযোগ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আবদুল্লাহ এ কথা বলেন।

গত ১৭ বছরের রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে কারা রাস্তায় ছিল—তা পরিষ্কার। বিএনপির অনেক নেতাকর্মীকেও রাজপথে দেখা গেছে। অথচ এখন তাদের একজন বলছেন, তারা নাকি আওয়ামী লীগ!—ভাবুন তো, তারা কারা?

‘গুলি করলে গুলি খাব, কিন্তু কর্মীকে রেখে পালাইয়া যামু না’—এমন মন্তব্য করে হাসনাত বলেন, রাস্তার মধ্যে কর্মী নামাইয়া গত ১৭ বছর কে কোথায় ছিলেন—আমরা তা দেখেছি।

রাজনৈতিক সহনশীলতার আহ্বান জানিয়ে হাসনাত বলেন, কেউ আমাদের পাথর মারলে আমরা তাকে ফুল দিয়ে বরণ করব; কেউ গালি দিলে সালাম দেব। বাকিটা আল্লাহর হাতে।’

এ সময় তিনি কর্মী–সমর্থকদের বিভেদে না যাওয়ার পরামর্শ দেন। পরে তিনি জুলাই শহীদ কাদির হোসেন সোহাগের বাড়িতে গিয়ে তার মা ও স্বজনদের খোঁজ-খবর নেন।

নির্বাচনী কর্মসূচির অংশ হিসেবে খাদঘর, সূর্যপুর, সাহাড়পাড়, ফুলতলি, নূয়াগাঁও, সাইতলা বাজার, বরাট স্ট্যান্ড, ভাণী, খিড়াইকান্দি, বক্রিকান্দি, কূরছাপ, আতাপুর ও সূরপুর এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নেন হাসনাত আবদুল্লাহ।