চট্টগ্রাম নগরের চাটেশ্বরী সড়কে নিষিদ্ধ ছাত্রলীগ মিছিল বের করায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চার সদস্যকে ক্লোজড করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) এবিষয়ে জানাজানি হয়।
তাদের মধ্যে একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও তিনজন কনস্টেবল৷ তারা চকবাজার থানায় কর্মরত ছিলেন। তবে তাদের নাম জানা যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক সিএমপির ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, উক্ত চার পুলিশ সদস্য সেদিন ওই এলাকায় টহল ডিউটিতে ছিলেন এবং মিছিল দেখলেও তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাননি। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে মিছিলের ভিডিও ছড়িয়ে পড়লে ঘটনাটি প্রকাশ্যে আসে। গত শনিবার সকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি দল বার্জার পেইন্টস অফিসের সামনে আকস্মিক মিছিল বের করে। সে সময় দুটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে পুলিশ উপস্থিত হওয়ার ছাত্রলীগের নেতাকর্মীরা সেখান থেকে সরে যায়।
এ বিষয়ে জানতে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সঙ্গে যোগযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।