বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সংকটময় মূহুর্ত পার করছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় দলের পক্ষে ব্রিফিংয়ে স্থায়ী কমিটির সদস্য ও চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের একথা জানিয়েছেন।
এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত ৫/৬ মিনিটের ব্রিফিংয়ে তিনি এ অবস্থায় বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চান।
ডা. জাহিদ জানান—দেশ বিদেশের চিকিৎসকরা খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত আছেন। আজও লন্ডন থেকে নতুন চিকিৎসক আসবেন। খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের গুজবে কান না দিয়ে সবোর্চ্চ সংযম প্রদর্শন ও দোয়া করার অনুরোধ করেন তিনি ।
যদিও ব্রিফিংয়ের এক পর্যায়ে ডা. জাহিদ নিজের আবেগ ধরে রাখতে না পেরে কান্না জড়িত কন্ঠে বলেন, সাংবাদিকরা দীর্ঘ ৬ বছর সহযোগিতা করেছেন। এই সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ করেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান নিয়মিত বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর রাখছেন বলেও জানান তিনি।