পাবনার ঈশ্বরদীতে নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে সংঘর্ষের সময় পিস্তল হাতে গুলি ছোড়া যুবক তুষার হোসেনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতারের পর তার দেখানো জায়গা থেকে অবৈধ পিস্তল ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সিরাজগঞ্জ সদর থানার ধানবান্ধি জে সি রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
তুষার ঈশ্বরদীর ভেলুপাড়া মহল্লার তাহেরের ছেলে। সংঘর্ষের দিন প্রকাশ্যে পিস্তল প্রদর্শন ও গুলি ছোড়ার পর তাকে জামায়াত কর্মী হিসেবে শনাক্ত করার কথা জানিয়েছিল ঈশ্বরদী থানা পুলিশ।
গত ২৭ নভেম্বর ঈশ্বরদী থানাধীন চকগড়গড়ি আলহাজ মোড় এলাকায় বিএনপি ও জামায়াত মনোনীত এমপি প্রার্থীদের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে তুষার হোসেন প্রকাশ্যে অবৈধ পিস্তল প্রদর্শন করে এবং গুলি ছোড়ে। এ ঘটনায় ঈশ্বরদী থানা বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বিএনপির পক্ষ থেকে একটি মামলা করা হয় এবং তাকে ৬ নম্বর আসামি করা হয়।
ঘটনার পর ডিবির ওসি রাশিদুল ইসলামের নেতৃত্বে একটি টিম তথ্যপ্রযুক্তি ও স্থানীয় সোর্সের সহায়তায় আসামিকে ধরতে অভিযান শুরু করে। ধারাবাহিক ওই অভিযানের অংশ হিসেবে সোমবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সিরাজগঞ্জ সদর থানার ধানবান্ধি জে সি রোড এলাকায় অভিযান চালিয়ে তুষারকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তুষার জানান, ঈশ্বরদীর ভেলুপাড়া এলাকায় তার লুকিয়ে রাখা একটি পিস্তল রয়েছে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ডিবির সদস্যরা রবিউল ইসলামের পতিত জমিতে মাটি খুঁড়ে স্বচ্ছ পলিথিনে মোড়ানো অবস্থায় একটি সচল কালো রঙের পিস্তল ও ম্যাগাজিনে থাকা দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে।
ডিবির ওসি রাশিদুল ইসলাম বলেন, অপরাধী যেই হোক ছাড় দেওয়া হবে না। জননিরাপত্তা নিশ্চিত করতে ডিবির অভিযান অব্যাহত থাকবে।