Image description

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি সিসিইউতে চিকিৎসাধীন। চিকিৎসকরা সুন্দরভাবে তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। কোনো ধরনের গুজবে কান দিবেন না।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা ও চিকিৎসা-সংক্রান্ত বিষয় নিয়ে মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে আয়োজিত ব্রিফিং-এ তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান।

এর আগে, বিএনপির মিডিয়া সেলের পাঠানো বার্তায় জানানো হয়েছিল, দুপুর ১২টার দিকে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালের ফটকের সামনে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।