Image description

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাকে দেখতে গতকাল সোমবার (১ ডিসেম্বর) রাতে সেখানে গিয়েছিলেন তার উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হাসপাতাল থেকে বের হওয়ার সময় তিনি হাসছেন।

এমন ভিডিও ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা দেখা যায়। তবে ঠিক কী কারণে তিনি এভাবে হাসছেন তা জানা যায়নি।

এরপরই তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ফজলুর বলেন, ‘আল্লাহর রহমতে সেরে উঠবেন বলেই আমরা মনে করছি। ১৮ কোটি মানুষের দোয়ায়, আল্লাহর রহমতে ম্যাডাম বেঁচে উঠবেন। বর্তমান যে পরিস্থিতি ও পরিবেশ, সেটা থেকে উত্তরণের জন্য আল্লাহ যেন তাকে নেক হায়াত দেয়, এমনকি আমাদের হায়াত থেকে নিয়ে যেন আল্লাহ ওনাকে দেয়, আমরা এই দোয়াটাই করি।’