Image description

জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, জাতীয় পার্টিকে ছাড়া নির্বাচন সঠিক হবে না। জাতীয় পার্টিকে বাদ দিয়ে জোর করে ভোট করার চেষ্টা করা হলে, সেই ভোট নিকৃষ্ট হবে। সেই ভোটের সঙ্গে সংশ্লিষ্টরা তাদের শপথ ভঙ্গের জন্য দায়ী হবেন। সেই সরকার টিকবে না, সেই সরকার পতন হবে এবং দেশে বারবার গণবিপ্লব হবে।

শুক্রবার দিনাজপুর জাতীয় পার্টি কার্যালয়ের সামনে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পরে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, দেশে জরুরি অবস্থা না থাকলেও আমাদেরকে কর্মী সমাবেশ করতে দেওয়া হয়নি। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এবং লেভেল প্লেয়িং ফিল্ড নাই। ভোট সুষ্ঠু হলে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণের চিন্তা করবে এবং ৩০০ আসনেই প্রার্থী দেবে। ২০০১ সালের পর থেকে ভোট এবং জোট সমার্থক হয়ে গেছে, জাতীয় পার্টি যেকোনো জোট গঠন করতে পারে বা যেকোনো জোটে যেতে পারে। আমরা প্রথমেই দেখতে চাই নির্বাচন কমিশন নিরপেক্ষ কিনা, প্রশাসন নিরপেক্ষ কিনা এবং সুষ্ঠু ভোটের সম্ভাবনা আছে কিনা। যদি সুষ্ঠু ভোটের সম্ভাবনা না থাকে তাহলে জাতীয় পার্টি সেই ভোটে অংশ নেবে কিনা আলোচনার ভিত্তিতে জানানো হবে।

অনুষ্ঠানে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, জাতীয় পার্টি নতুন করে ভেসে আসা কোনও রাজনৈতিক দল নয়। জাতীয় পার্টি গণঅধিকার পরিষদ, এনসিপি এই ধরনের নতুন দল নয়। জাতীয় পার্টি সন্ত্রাসী সংগঠন নয়, জাতীয় পার্টি চাঁদাবাজ দল নয়। ৫ আগস্টের পরে জাতীয় পার্টিকে দোসর হিসেবে চিহ্নিত করে দোসরদের কাতারে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

এর আগে সমাবেশটি দিনাজপুর প্রেসক্লাব অডিটরিয়ামে করার প্রস্তুতি নিলে বাধা দেয় পুলিশ। অনুমতি নিয়ে অনুষ্ঠান করার কথা বলা হয় তাদের। পরে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ করেন।