Image description
চট্টগ্রামে সমাবেশে জামায়াত

রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান  দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায়এ পরিস্থিতিতে জাতীয় নির্বাচনের একই দিনে গণভোট আয়োজনের সরকারি সিদ্ধান্ত জনগণের রক্তঝরা গণআন্দোলনকে অবজ্ঞা করার শামিল বলে মন্তব্য করেছে জামায়াতে ইসলামীর নেতারাশুক্রবার দুপুরে নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ উত্তর গেটে চট্টগ্রাম মহানগরী জামায়াত ৫ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, বাংলাদেশ রাজনীতির আকাশে কালো মেঘের আনাগোনা আমরা নতুন করে দেখতে পাচ্ছিজাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে ঘোষণা করে বাংলাদেশের মানুষকে বিভ্রান্তিতে ফেলেছেমৌলিক সংস্কারকে গুরুত্বহীন করে বাংলাদেশের গণতন্ত্রিক উত্তরনসহ জনআকাক্সক্ষার বাংলাদেশ গঠনের পথ সংকুচিত করেছেমানুষ সচেতন, বিশেষ করে বাংলার তারুণ্য, জুলাই বিপ্লবের যারা নেতৃত্ব দিয়েছে তারা সকল খোঁজ খবর রাখে, এই যড়যন্ত্র সম্পর্কে তারা অবহিত রয়েছেপ্রধান উপদেষ্টা ড. ইউনূস সাহেবকে কতিপয় উপদেষ্টারা বিভ্রান্ত করে দেশক নতুন সংকটের দিকে ঠেলে দিয়েছে

উপদেষ্টা পরিষদের জন্ম জুলাই বিপ্লবের মাধ্যমে হয়েছে, যারা আজকে উপদেষ্টা পরিষদে দায়িত্ব পালন করছেন তারা জুলাই বিপ্লবের হাজারো শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে দায়িত্ব পালন করছেনঅথচ জুলাই গণভোটের জন্য তাদের নিকট কোনো বাজেট নেই যা অত্যন্ত দুঃখজনকবাংলাদেশের মানুষ একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন চায় না। 

সভাপতির বক্তব্যে মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, আমরা এক জটিল সময়ের প্রান্তে দাঁড়িয়ে আছি।  দেশের ভবিষ্য, জনগণের ভোটাধিকার, রাষ্ট্রের নৈতিক ভিত্তি- সবকিছুই আজ গভীর সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছেএই সংকট থেকে উত্তরণের সবচেয়ে শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও জনগণের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে সমাধান একটাই জাতীয় নির্বাচনের আগেই গণভোট দিতে হবে