নারায়ণগঞ্জের বন্দরে বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এ যুবলীগ নেতা ফজলে রাব্বীকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। সে বন্দর থানার ২৩ নম্বর ওয়ার্ডের একরামপুর এলাকার মোশারফ হোসেন মিয়ার ছেলে।
শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে তাকে বন্দর থানায় দায়ের হওয়া মামলায় আদালতে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার রাতে এক অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শাহী মসজিদ এলাকার ইসলামী আন্দোলন সমর্থক জাহিদ আল আমিন, যিনি বুলবুল নামে পরিচিত, আন্দোলনকারী ছাত্রদের জন্য নিয়মিত খাবার সরবরাহ করতেন। সেই প্রেক্ষিতেই ২২ জুলাই গভীর রাতে বন্দর শাহী মসজিদ এলাকার তার অটোরিকশা গ্যারেজে হামলা হয়।
মামলার নথিতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃত যুবলীগ কর্মী ইমরানসহ কয়েকজন আওয়ামী লীগ সমর্থিত ব্যক্তি ওই গ্যারেজে ঢুকে ২৩টি অটোরিকশা, চার্জার এবং একটি টেলিভিশন লুট করে নিয়ে যায়। তদন্তে ফজলে রাব্বীর সম্পৃক্ততা পাওয়া গেলে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, আসামিকে বন্দর থানার দায়েরকৃত ১৪ (৮) ২৪নং আদালতে পাঠানো হয়েছে।