Image description

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়নপত্র নিয়েছেন জুলাই যোদ্ধা খোকন চন্দ্র বর্মণ।

দলের যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু খোকন চন্দ্র বর্মনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির নির্বাহী সদস্য খোকন বর্তমানে তার মুখের চিকিৎসার জন্য রাশিয়ায় রয়েছেন।

 
 

মনোনয়ন সংগ্রহ প্রসঙ্গে খোকন চন্দ্র বর্মণ হোয়াটসঅ্যাপ বার্তায় সমকালকে বলেন, আমার এলাকায় অনেক কিছু করা দরকার। গত ১৭ বছর আমার এলাকায় তেমন কোনো উন্নতি হয়নি। ভালো চক্ষু হাসপাতাল নেই, আমি একটি ভাল মানের চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠা করতে চাই। আমার এলাকায় ভালো একটা মসজিদ নেই, আমি সুন্দর একটা মসজিদ করতে চাই। আমার এলাকার একটা মন্দির নেই, আমি আমার এলাকায় মন্দির করতে চাই। প্রাথমিক ও উচ্চমাধ্যমিক স্কুল ভবনগুলোর মান উন্নয়ন করতে চাই। সুযোগ পেলে অনেক ভালো কাজ করার ইচ্ছে রয়েছে। আমি এলাকাবাসীর দোয়া ও সমর্থন চাই।

খোকনের বয়স ২৩ বছর। পেশায় গাড়িচালক। গত বছরের ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের দিন দুপুরে রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে গুলিবিদ্ধ হন তিনি। ওই দিনের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, গুলিতে খোকনের ঠোঁট, মাড়ি, নাক-মুখের অংশের মাংস প্রায় খুলে পড়ছে। তাঁর মুখ ও পুরো শরীর রক্তাক্ত। এ অবস্থাতেও তিনি একজনের হাত ধরে উঠে দাঁড়ান। খোকন নিজেই আঙুলের ছাপ দিয়ে মুঠোফোনের লক খোলেন। সেই মুঠোফোন থেকেই একজন খোকনের বড় ভাই খোকা চন্দ্র বর্মণকে গুলি লাগার খবর দেন।

খোকনের বাবা কিনা চন্দ্র বর্মণ রাজধানীর একটি হাসপাতালে শাকসবজি, মাছ-মাংস সরবরাহ করেন। মা রীনা রানী দাস এক বাসায় গৃহকর্মীর কাজ করেন। খোকনের ছোট ভাই শুভ চন্দ্র বর্মণ তৃতীয় শ্রেণিতে পড়ছে। খোকন পড়েছেন পঞ্চম শ্রেণি পর্যন্ত।