Image description

টঙ্গীর স্বনামধন্য সামাজিক সংগঠন ইউনিটি অব থাউজ্যান্ডস এর উদ্যোগে অনুষ্ঠিত হলো অনন্য আয়োজন ‘মিট দ্য জেন জি উইথ ড. হাফিজুর রহমান’।

 

সংগঠনটির সভাপতি মোতাহার হোসেন মোহনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. হাফিজুর রহমান।

টঙ্গীর চেরাগ আলী ফ্রেন্ডস থাই অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে পূর্ব রেজিস্ট্রেশনের মাধ্যমে ১২০ জন তরুণসহ ছাত্র-ছাত্রীরা অংশ নেন। তারা সরাসরি বিভিন্ন প্রশ্ন করেন এবং ড. হাফিজুর রহমান তার ক্ষুরধার ও স্পষ্ট উত্তরে সবাইকে সন্তুষ্ট করেন। তরুণদের সাথে মেধা, দায়িত্ববোধ ও ভবিষ্যৎ চিন্তার আলোচনায় তিনি দেশের উন্নয়ন ও গাজীপুর গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

ড. হাফিজুর রহমান বলেন, ‘গাজীপুর নিয়েই আমার মূল স্বপ্ন। আমি নির্বাচিত হলে নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য গাজীপুর গড়ে তুলবো।’

তিনি শ্রমিকদের জন্য পৃথক বাসস্থান নির্মাণ, শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে খেলার মাঠ ব্যবহারের নিশ্চয়তা, প্রতিটি প্রতিষ্ঠানে মানসম্পন্ন কম্পিউটার ল্যাব স্থাপন এবং কর্মজীবী মায়েদের জন্য এলাকা ভিত্তিক ডে-কেয়ার সেন্টার চালুর পরিকল্পনার কথা তুলে ধরেন।

তিনি আরো বলেন, ‘বিদেশি প্রযুক্তি ব্যবহার করে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা হবে। তুরাগ নদকে দূষণমুক্ত করে এমন স্বচ্ছ করা হবে যাতে মানুষ গোসল করতে পারে এবং নদীতীরবর্তী বাসিন্দারা নির্মল বাতাসে শ্বাস নিতে পারেন।’

মাদক নির্মূল, সামাজিক নিরাপত্তা নিশ্চিত না হলে দেশের ভবিষ্যৎ বিপন্ন হবে উল্লেখ করে তিনি বলেন, ‘সামাজিক নিরাপত্তার অভাবে মেধাবীরা দেশ ছাড়ে। আমরা নিরাপত্তা নিশ্চিত করে বিনিয়োগের বিপ্লব ঘটাবো।’

তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘মানুষ যত বড় স্বপ্ন দেখে, বিশ্বটা তার চেয়ে ছোট। তাই স্বপ্ন দেখতে হবে, পরিশ্রম করতে হবে এবং কখনো হতাশ হওয়া যাবে না।’

তিনি জানান, তরুণদের সাথে নিয়েই তিনি তার নির্বাচনী পথচলা সম্পন্ন করতে চান।

অনুষ্ঠানে গাজীপুর-৬ আসনের গাছা ও টঙ্গী এলাকার বিশিষ্ট রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী ব্যক্তি ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।