Image description
 
 

জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, বিএনপি তা অক্ষরে অক্ষরে প্রতিপালনে প্রস্তুত-এ মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর শাহবাগে নারী ও শিশু ফোরামের আয়োজিত মৌন মিছিল ও সমাবেশে তিনি এ বক্তব্য দেন।

 

তিনি স্পষ্ট করে বলেন, স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে চাপিয়ে দেওয়া কোনো প্রস্তাবই বিএনপি বা জনগণ গ্রহণ করবে না। সংসদীয় প্রক্রিয়ার বাইরে যেকোনো পরামর্শ জনগণ মানবে না বলেও সতর্ক করেন তিনি। তবে নির্বাচনের দিন গণভোটের উদ্যোগকে বিএনপি স্বাগত জানায়।

গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নে সংসদ গঠন জরুরি উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, দেশে একটি দল ধর্মকে ব্যবহার করে ভোটের রাজনীতি করছে—মানুষকে জান্নাতের প্রতিশ্রুতি দিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছে। একই সঙ্গে নারীদের কর্মঘণ্টা কমিয়ে ঘরের ভেতর সীমাবদ্ধ রাখার প্রবণতাও তিনি সমালোচনা করেন।

 

নারীদের পারিবারিক ও সামাজিক অধিকার নিশ্চিত করতে বিএনপি কাজ করতে চায় বলে জানান সালাহউদ্দিন আহমদ। এসময় তিনি রাজশাহীতে নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদ করেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষিকার বিরুদ্ধে করা মামলার নিন্দা জানান।

 

“আমরা সবাই বাংলাদেশি”—উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ সবার জন্যই সমান। নাগরিকদের অধিকার নিশ্চিত করতে হবে, কোনো ধর্মীয় বিভাজন রাখা যাবে না। সবার একটাই পরিচয়—আমরা বাংলাদেশি।