Image description
 

শেখ হাসিনাসহ গণহত্যায় অভিযুক্তদের বিচারের দাবি ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শাহবাগ মোড়ে সমাবেশে মিলিত হয়।

এতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় তারা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

বক্তারা বলেন, “ফ্যাসিস্টদের হাঁকডাককে ভয় পায় না এনসিপি। আওয়ামী লীগের দোসর বা যে কারও অপচেষ্টা রুখে দিতে আমরা প্রস্তুত।”

এনসিপির পক্ষ থেকে বলা হয়, “জুলাইযোদ্ধাদের ভয় দেখিয়ে মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না কেউ। পারবে না দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে। তাদের যেকোনও অপতৎপরতা রুখে দিতে আমরা প্রস্তুত।”