Image description
 

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, আওয়ামী লীগের আগুন সন্ত্রাস মোকাবিলার জন্য সাধারণ জনগণই যথেষ্ট।

 

বুধবার (১২ নভেম্বর) আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে গণঅধিকার পরিষদ রামপুরা থানার উদ্যোগে মশাল মিছিল অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় মশাল মিছিলের পর সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন তিনি।

আবু হানিফ আরও বলেন, ‘নিষিদ্ধ দল আওয়ামী লীগ যখন অবৈধ ভাবে ক্ষমতায় ছিল, তখনও আগুন দিয়ে মানুষ হত্যা করে বিরোধী দলের নেতাদের ফাঁসাত। জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নিয়ে সেখান থেকে ষড়যন্ত্র করে গাড়ি পুড়িয়ে আবার মানুষ হত্যা করছে (কার্যক্রম) নিষিদ্ধ দল আওয়ামী লীগ। গণহত্যার দায় নিয়ে পলাতক লীগ দেশের বিভিন্ন জায়গায় চোরাগোপ্তা  হামলা করে নিরীহ মানুষ হত্যা করছে।’

 

 

তিনি যোগ করেন, ‘একটা কথা স্পষ্ট–আগুন সন্ত্রাস করে নিষিদ্ধ আ.লীগ তাদের ফেরার রাস্তা চিরতরে বন্ধ করে দিচ্ছে। তাদের যেখানে পাবে, মানুষ প্রতিরোধ গড়ে তুলবে। এই আগুন সন্ত্রাস মোকাবিলা করার জন্য দেশের সাধারণ জনগণ যথেষ্ট। দেখবেন দেশে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ আওয়ামী লীগের মিছিলে ধাওয়া দিয়ে তাদের পালিয়ে যেতে বাধ্য করে।’

এসময় আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা শফিকুল ইসলাম রতন, মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুর রহিম, সহ-সভাপতি রাকিবুল হাসান,অপূর্ব আলমগীর, যুগ্ম সাধারণ ইমরান হাসান, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি সাব্বির প্রমুখ।