Image description
 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম দেশের সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত রাজনৈতিক সংস্কারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তিতে তা নিশ্চিত করতে সরকারকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। এছাড়াও তিনি ফ্যাসিবাদের দোসরদের কর্তৃক দেশের অরাজকতা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া হুশিয়ারি দেন।

 

শিবির সভাপতি স্পষ্ট করে বলেন, জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে ফ্যাসিবাদের অরাজকতা এবং চাঁদাবাজি কোনোটিই বরদাস্ত করা হবে না।

বুধবার (১২ নভেম্বর) বিকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাহিদুল ইসলাম দেশের রাজনৈতিক উত্তেজনা, ছাত্ররাজনীতির সংস্কার, ফ্যাসিবাদী শাসনাবস্থা এবং চাঁদাবাজি-সহ সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানান।

জাহিদুল ইসলাম বলেন, স্বাধীনতার পর মানুষ এখনও পুরোপুরি নির্যাতন ও বৈষম্য থেকে মুক্ত নয়। গত কয়েক বছরে নতুন বাংলাদেশ গঠনের প্রক্রিয়া শুরু হলেও এখনো পূর্ণ সংস্কার হয়নি। এই সংস্কারের অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য আইনিভাবে সুরক্ষিত করতে গণভোট ও আইন প্রণয়ন জরুরি।

ফ্যাসিবাদী শাসন ও ছাত্ররাজনীতির সংস্কার

শিবির সভাপতি বলেন, স্বাধীনতা অর্জনের পর সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনের শিকল ভাঙার পর আমরা নতুন বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছি। কিন্তু কিছু স্বার্থান্বেষী রাজনৈতিক শক্তি এখনো পুরনো ফ্যাসিবাদী কাঠামো টিকিয়ে রাখার চেষ্টা করছে। তিনি এ ধরনের রাজনীতির তীব্র নিন্দা জানান এবং দেশের ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে প্রতিরোধের অঙ্গীকার করেন।

জাহিদুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের রাজনৈতিক দৃশ্যে নতুন অধ্যায় ও স্বচ্ছ, জবাবদিহিমূলক ছাত্ররাজনীতির সূচনা।

সুষ্ঠু ছাত্র সংসদ নির্বাচন ও নতুন নেতৃত্ব

শিবির সভাপতি জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু ও গণতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীরা দেশপ্রেমিক ও যোগ্য নেতৃত্ব নির্বাচন করে ছাত্ররাজনীতিতে নতুন দিগন্তের সূচনা করেছে।

তিনি আশা প্রকাশ করেন, অন্যান্য বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানেও প্রশাসন কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

চাঁদাবাজি ও সহিংসতার বিরুদ্ধে সতর্কবার্তা

শিবির সভাপতি দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করেন, নোয়াখালী, ফেনী, নওগাঁ ও ঝিনাইদহে নারীদের ওপর হামলা, নির্বাচনী প্রক্রিয়ার সময় সহিংসতা, পুরনো ঢাকায় ব্যবসায়ী সোহাগকে পাথর মেরে হত্যা, নারীদের ওপর হামলা ও মসজিদে বাধা প্রদানের মতো ঘটনা দেশের আইনশৃঙ্খলার জন্য চ্যালেঞ্জ। তিনি সরকারের প্রতি সতর্কবার্তা দেন, এসব ফ্যাসিবাদী ও অরাজক কর্মকাণ্ড দ্রুত আইনের আওতায় আনা না হলে দেশের ছাত্র-জনতা সক্রিয়ভাবে প্রতিরোধ করবে।

গণমাধ্যমের স্বাধীনতা ও নিরপেক্ষ সংবাদ পরিবেশ

শিবির সভাপতি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর গণমাধ্যম সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন নিশ্চিত করতে হবে। একপাক্ষিক সংবাদ পরিবেশন, রাজনৈতিক চাপ এবং ব্যক্তিগত স্বার্থে মিডিয়া দখল চলতে দেওয়া হবে না।

জুলাই গণঅভ্যুত্থান ও বিচার কার্যক্রম

জাহিদুল ইসলাম উল্লেখ করেন, আগামীকাল (১৩ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খুনি হাসিনার বিচারের রায় আসছে। তিনি বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে আতঙ্ক সৃষ্টি করছে; গত দুই দিনে তারা ১৫টির অধিক বাসে আগুন দিয়েছে এবং ময়মনসিংহে একজন বাসচালক নিহত হয়েছে। আমরা আহ্বান জানাচ্ছি- অগ্নিসন্ত্রাস, গুম, খুন, নির্যাতনসহ সকল ফ্যাসিবাদী কার্যকলাপের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হোক।

তিনি সরকারের উদাসীনতা ও দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি সতর্কবার্তা দেন, চাঁদাবাজি, দুর্নীতি ও সহিংস মনোভাব পরিহার করে যৌক্তিক রাজনৈতিক সংস্কারের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পর অর্জিত নতুন বাংলাদেশ রক্ষার দায়িত্ব সকলের। প্রতিহিংসা, হীনম্মন্যতা ও কাদা ছোড়াছুড়ির রাজনীতি দেশকে আবারও ফ্যাসিবাদী কাঠামোর দিকে ঠেলে দিতে পারে। এজন্য দেশের সবাইকে সতর্ক হতে হবে এবং দেশের জন্য সুষ্ঠু ও গণতান্ত্রিক সংস্কার নিশ্চিত করতে হবে।