Image description

দেশের সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের ভেতরের একটি অংশ লুটপাট ও বিদেশে অর্থ পাচারের টাকার জোরে দেশে অরাজকতা সৃষ্টি করে আসন্ন নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে।

১২ নভেম্বর নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত ওই পোস্টে তিনি বলেন, এসব অপতৎপরতার মাধ্যমে দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে।

সোহেল তাজ লিখেন, ‘ক্ষমতার কি লোভগণহত্যা, গুম-খুন করে, জনগণের গণতান্ত্রিক অধিকার বিলুপ্ত করে, দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। সেই টাকার পাহাড়ে বসে এখন আবার অরাজকতা আর তাণ্ডব সৃষ্টি করছে নির্বাচনের প্রক্রিয়া বানচাল করে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ ধ্বংসের লক্ষ্যে!

তিনি আরও বলেন, আমার আশ্চর্য লাগে, যখন ভাবি—এত কিছুর পরও আওয়ামী লীগের একটি অংশ কীভাবে এদের সমর্থন করে! এর মানে একটাই, এরা সবাই ছিল সুবিধাভোগী। কিন্তু শেষ পর্যন্ত এর খেসারত দিতে হবে নিরীহ, নিরপরাধ নেতা-কর্মীদের।

তার এই বক্তব্য প্রকাশের পর রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, ক্ষমতাসীন দলের ভেতরে চলমান অসন্তোষের বিষয়টি এবার প্রকাশ্যে আনলেন সোহেল তাজ।

রাজধানীতে গত কয়েক দিনে একাধিক জায়গায় গাড়িতে আগুন দেওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতেই সোহেল তাজের এই পোস্ট রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, তার বক্তব্যে দলের ভেতরের লুকানো ক্ষোভ ও অসন্তোষের ইঙ্গিত স্পষ্টভাবে ফুটে উঠেছে।

শীর্ষনিউজ