Image description

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, পতিত ফ্যাসিবাদের হিংস্র রূপ আবারও প্রকাশ পেয়েছে। অগ্নি সন্ত্রাস, গুপ্ত হামলা, ককটেল হামলাসহ নানা রূপে ভয়ংকর এই অপশক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে— এদের প্রতিহত করতেই হবে। এজন্য জনপ্রশাসনসহ সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবান জানিয়েছেন তিনি।

বুধবার (১২ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মুফতি রেজাউল আরও বলেন, ‘পতিত ফ্যাসিস্টরা তাদের কৃতকর্মের জন্য কোনোভাবেই ক্ষমা প্রার্থনা করেছে না; এখন তাদের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে তারা দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। বিদেশে বসে কেউ দেশে সন্ত্রাস উস্কে দিচ্ছে। তাদের কাছে দেশ, মানুষ ও সম্পদ প্রধান নয়— দলীয় স্বার্থই প্রধান।’

তিনি বলেন, ‘যে দল নির্বিচারে মানুষ হত্যাচ্ছে, যে দল দেশের কোটি কোটি টাকা লুটে নিয়েছে— এসে প্রতিষ্ঠানগুলোকে আবার রাজনীতি জরায়ুতে প্রাসঙ্গিক করতে দেওয়া যাবে না।’

চরমোনাই পীর জাতীয় নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে পূর্ণ সতর্ক ও সজাগ থাকারও নির্দেশ দেন। তিনি আশঙ্কা ব্যক্ত করে বলেন, ‘এসব বাহিনীর মধ্যেও পতিত অপশক্তির কেউ লুকিয়ে থাকতে পারে— তারাও সতর্ক থাকুন।’ একই সঙ্গে সকল রাজনৈতিক দলের সমন্বয়ে এলাকাভিত্তিক সতর্কতা প্রতিষ্ঠার পরামর্শ দেন তিনি।

পীর সাহেব বলেন, ‘জুলাই সনদ, গণভোট ইত্যাদি নিয়ে আমাদের মধ্যে রাজনৈতিক মতভিন্নতা থাকতে পারে; তবু ফ্যাসিবাদের বিরুদ্ধে সার্বজনীন ঐক্য বজায় রাখতে হবে। আসুন— যে কোন অপশক্তির উত্থানকে আমরা দৃঢ়ভাবে প্রতিহত করি।’