নিজ ফেসবুক আইডি থেকে লাইভে এসে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে প্রাণনাশের হুমকি দেওয়া বাঁশখালীর ছাত্রলীগ নেতা শেফায়েতুল ইসলাম ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) ভোরে কক্সবাজার সদর থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে কক্সবাজার শহরের একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ফেসবুক লাইভে এসে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হত্যার হুমকি দিয়ে আলোচনায় আসার পর থেকে পলাতক ছিলেন ইমরান। তাকে ধরতে চট্টগ্রাম, গোপালগঞ্জ, ঢাকা ও কক্সবাজারসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। দীর্ঘদিন ধরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারবিরোধী অপপ্রচার ও উস্কানিমূলক বক্তব্য ছড়াচ্ছিলেন।
সর্বশেষ গত ৯ নভেম্বর বাঁশখালীর প্রধান সড়কে নিষিদ্ধ ছাত্রলীগের এক ঝটিকা মিছিলের নেতৃত্ব দেন ইমরান, এরপর থেকেই পুলিশ তাকে ধরতে তৎপর হয়। ঝটিকা মিছিল করা বাঁশখালী ছাত্রলীগের ডজনখানেক সদস্য কক্সবাজারে অবস্থান করছে বলে জানা গেছে।
এর আগে, গত ১৪ জুলাই ইমরান চৌধুরী নামের একটি ফেসবুক আইডি থেকে হুমকিমূলক বক্তব্যসহ ১ মিনিট ৫৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় বলতে শোনা যায়—এই ইউনুইচ্ছা, বাটপারের বাচ্চা বাটপার। সুদি ইউনূস সময় আসতেছে, সময় বেশি দূরে নয়।
ভিডিওর অন্য অংশে সে আরও বলে— ‘রাজাকারের বাচ্চা হাসনাত আবদুল্লাহ কালা পাঁঠা চারশ কোটির টাকার হিসাব দিতে পারছিস না খা পোলা’।
শেষাংশে ইমরান ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে বলেন, বঙ্গবন্ধু শিখিয়ে গেছে লড়াই করে বাঁচতে হবে। খেলা হবে মামা। সময় আসতে দাও, তুমি খেলা শুরু করছো— আমরা শেষ করবো।
স্থানীয় সূত্রে জানা গেছে, শেফায়েতুল ইসলাম ইমরান বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মধুখালী এলাকার রেজাউল করিমের ছেলে। সম্প্রতি সে স্মার্ট গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বিএম কনটেইনার ডিপোতে নিরাপত্তা প্রহরী হিসেবে চাকরি করেন বলে জানা যায়।
ফেসবুক লাইভে প্রধান উপদেষ্টাকে হুমকির ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ায় বিএম কনটেইনার ডিপো কর্তৃপক্ষ ইমরানকে চাকরিচ্যুত করে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, কক্সবাজার সদর থানা পুলিশের একটি টিম ইমরানকে আটকের খবর আমরা জানতে পেরেছি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শীর্ষনিউজ