Image description

দীর্ঘ সাড়ে ১৫ বছর আন্দোলন সংগ্রাম করে রক্ত ঝরিয়ে মানুষ যে গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার সুযোগ পেয়েছে, তা নিয়ে একটি বিশেষ রাজনৈতিক দল উপহাস করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বুধবার (১২ নভেম্বর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রকাশনা ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।

এ সময় রিজভী বলেন, গতকাল একটি রাজনৈতিক দলের নেতা বলেছেন জাতীয় সংসদ নির্বাচন হবে ২০২৯ সালে। এটা নিঃসন্দেহে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়ার চক্রান্ত। মানুষ ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য, সকল গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্যই দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছে। ২৯ সালে নির্বাচনের কথা বলে দেশবাসীকে গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছে একটি বিশেষ দল।

রিজভী বলেন, বর্তমান সংকট সৃষ্টির পিছনে সরকার কলকাঠি নাড়ছে। সরকারের ভেতরেই ভূত রয়েছে। যারা নির্বাচন বানচাল করতে চায়, যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের ব্যাপারে সরকার নিরব। সবকিছুর জন্য বিএনপিকে দায়ী করা হচ্ছে। অথচ সেই শুরু থেকেই বর্তমান সরকারকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে বিএনপি।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের দুই একটি মিডিয়া পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার বাহিনীর নাশকতা, জ্বালাও-পোড়াও, অমানবিক কর্মসূচি ঢালাওভাবে প্রচার করছে। এরা কারা, এদেরকে চিহ্নিত করতে হবে।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি ঐক্য না থাকে তাহলে জুলাই সনদ বাস্তবায়নের দরকার কি? আইন পাস করার এখতিয়ার নির্বাচিত পার্লামেন্টের। সবার আগে দরকার জনগণের ভোটে একটি নির্বাচিত পার্লামেন্ট। অথচ সেটি না করে ভিন্ন কৌশলে এগোচ্ছে কয়েকটি রাজনৈতিক দল।

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে রিজভী বলেন, নির্বাচনের আগে এখনো যেটুকু সময় বাকি আছে, সে সময়ের মধ্যে সমস্যার সমাধান করুন। দেশের মানুষ ভোট দিতে মুখিয়ে আছে। কোন ষড়যন্ত্রে পা দিয়ে ৫ আগস্টের চেতনা ভূলুণ্ঠিত করবেন না।

শীর্ষনিউজ