আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে মনোনয়ন নিয়ে উত্তাপ ছড়িয়েছে বিএনপির রাজনীতিতে। কেন্দ্রীয় বিএনপির নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি হাসান মামুনকে মনোনয়ন না দিলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলার গোলখালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক বিশাল জনসভায় এ ঘোষণা দেন হাসান মামুন। সভায় উপস্থিত হাজারও নেতাকর্মী এক কণ্ঠে দাবি জানান, এই আসনে বিএনপির একমাত্র প্রার্থী হিসেবে হাসান মামুনকেই ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিতে হবে। অন্য কোনো জোট বা অপ্রাসঙ্গিক প্রার্থীকে তারা মানবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন নেতাকর্মীরা।
সভায় সভাপতিত্ব করেন গোলখালী ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মো. আনোয়ারুল ইসলাম। সাধারণ সম্পাদক গাজী মো. রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সত্তার হাওলাদারসহ আরও অনেকে।
বক্তারা বলেন, দীর্ঘ দুঃসময়ের পরীক্ষায় উত্তীর্ণ, ত্যাগী ও জনপ্রিয় নেতা হাসান মামুনকে বাদ দিয়ে অন্য কাউকে মনোনয়ন দেয়া হলে তা কখনো মেনে নেয়া হবে না। দশমিনা-গলাচিপার বিএনপি আজ আগের থেকে অনেক বেশি ঐক্যবদ্ধ, আমরা সবাই হাসান মামুনের পক্ষে।
এদিকে, কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড পটুয়াখালী-৩ আসনের প্রার্থী তালিকা ‘হোল্ড’ রাখায় স্থানীয় ও জাতীয় রাজনৈতিক মহলে নানা গুঞ্জন চলছে। শোনা যাচ্ছে, আসনটি গণঅধিকার পরিষদের (জিওপি) সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের জন্য খালি রাখা হতে পারে।
এ জল্পনা প্রসঙ্গে স্থানীয় বিএনপি নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, গলাচিপা-দশমিনার তৃণমূল নেতাকর্মীদের রক্ত-ঘাম ঝরানো রাজনীতি কোনো সমঝোতার টেবিলে বিক্রি হতে দেয়া হবে না।
জনসভা শেষে উপস্থিত নেতাকর্মীরা স্লোগান দেন- ধানের শীষে ভোট চাই, হাসান মামুনই আমাদের প্রার্থী।