Image description

দেশের ১২টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এ সংলাপ শুরু হবে। 
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসি এ তথ্য নিশ্চিত করেছে।

এদিন সকাল ১০ থেকে যেসব রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হবে সেগুলো হলো-লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

অন্যদিকে দুপুর ২টা থেকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম এর সঙ্গে সংলাপে বসবে ইসি।