বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বিএনপি থেকে গত ২৪ অক্টোবর পদত্যাগ করেছেন দাবিতে আরটিভির ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, বিএনপি থেকে সালাহউদ্দিন আহমেদ পদত্যাগ করেননি এবং আরটিভিও এ-সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতিপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আরটিভির ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে আরটিভির লোগো এবং ফটোকার্ডটি প্রকাশের তারিখ হিসেবে ২৪ অক্টোবর, ২০২৫ উল্লেখ রয়েছে।
এগুলোর সূত্র ধরে অনুসন্ধানে আরটিভির ফেসবুক পেজে গত ২৪ অক্টোবর এ-সংক্রান্ত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এমনকি আরটিভির ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও এ-সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। এ ছাড়া, আরটিভি কর্তৃক প্রকাশিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের মধ্যে অমিল লক্ষ্য করা যায়।
এরপর প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে দেখা গেছে, প্রথম আলোর ওয়েবসাইটে ১১ নভেম্বর সালাহউদ্দিন আহমেদের একটি অভিমত প্রকাশ করা হয়েছে। সেখানে সালাহউদ্দিন আহমেদকে ‘বিএনপির স্থায়ী কমিটির সদস্য’ হিসেবে পরিচয় উল্লেখ করা হয়েছে। এমনকি বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজ থেকে মঙ্গলবার (১১ নভেম্বর) সালাহউদ্দিন আহমেদের একটি বক্তব্য দেওয়ার একটি ভিডিও প্রচার করা হয়েছে। বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজ থেকে গত ৯ নভেম্বর প্রচারিত একটি পোস্টে সালাহউদ্দিন আহমেদের পরিচয় ‘স্থায়ী কমিটির সদস্য’ হিসেবেই উল্লেখ করা হয়েছে।
অর্থাৎ, এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত সালাহউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবেই আছেন।
পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে বিএনপি থেকে সালাহউদ্দিন আহমেদের পদত্যাগের কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, ‘বিএনপি থেকে সালাহউদ্দিন আহমেদ পদত্যাগ’ শীর্ষক শিরোনামে আরটিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
আরটিভি