জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে এমপি প্রার্থী হওয়ার প্রস্তাব পেয়েছেন বলে দাবি করেছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব ও ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী। বুধবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি একথা জানান।
ফেসবুক পোস্টে তিনি জানান, ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচন করার প্রস্তাব দেওয়া হয়েছে। এ ব্যাপারে আপনাদের মতামত জানতে চাই। আপনাদের মতামত, আমাদের গতিপথ নির্ধারণ করবে।'
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ আন্দোলনের মাধ্যমে অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী ব্যাপক পরিচিতি লাভ করেন। তাঁর নেতৃত্বে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের তিন দফা দাবি মেনে নেয় সরকার।