জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, সরকারের মধ্যে সব সময় একটা শেকি ব্যাপার দেখা যায়। শুরু থেকেই প্রধান উপদেষ্টাকে যারা বেষ্টিত রেখেছিলেন, তারা কতগুলো ভুল আইডিয়া ওনাকে পুশ করেছেন।
সম্প্রতি এক টেলিভিশন টক শোতে তুষার এসব কথা বলেন।
সারোয়ার তুষার বলেন, প্রথমে উনি (প্রধান উপদেষ্টা) বলেছেন ছাত্ররা আমার নিয়োগকর্তা।
তুষার বলেন, পরবর্তী সময়ে উনি (প্রধান উপদেষ্টা) বললেন যে রাজনৈতিক দলগুলোর সাথে কথাবার্তা ছাড়া আমি কিছু করব না। ঐকমত্য হলে এতটুকু না হলে এতটুকু। স্বল্প প্যাকেজ চাইলে এটা, দীর্ঘ প্যাকেজ চাইলে এটা। উনি এ ধরনের কথাবার্তাগুলো বলেছেন।
তুষার আরো বলেন, জনপ্রশাসনের ব্যাপারে তিনি (প্রধান উপদেষ্টা) সর্বশেষ কয়েক দিন আগে বললেন যে আমি নিজের হাতে রদবদলগুলো করব ইলেকশনে।