Image description

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, গণতন্ত্রের স্বার্থে দেশে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন এই সরকারের অধীনেই অনুষ্ঠিত হোক—এটাই তাদের প্রত্যাশা।

রোববার (২ নভেম্বর) বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমরা প্রায় ১৬ বছর ধরে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন করছি। আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের ফসল হিসেবে যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, আমরা তাদের প্রতি আস্থা রাখি যে তারা জাতির সামনে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে।

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ইতোমধ্যে দেশে-বিদেশে ঘোষণা দিয়েছেন যে যথাসময়ে নির্বাচন হবে। আমি আশা করি, নির্বাচনের আগে যেসব বিষয় নিয়ে আলোচনা চলছে, সরকার সেগুলো সমাধান করবে।

আরেক প্রশ্নের জবাবে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমরা যেহেতু একটা সুষ্ঠু, অবাধ নির্বাচন চাই, তাই হয়তো যেভাবে প্রতিবাদ করার কথা আমাদের পক্ষ থেকে, আমরা সেভাবে প্রতিবাদ করছি না। কারণ আমরা যদি প্রতিবাদ করি বা আমরা যদি মাঠে নামি, তাতে সরকার টিকে থাকবে কি না সন্দেহ। আর সরকার যদি টিকে না থাকে তো বাংলাদেশের নির্বাচন অনিশ্চিত হবে আর অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা আসতে পারে। তাই অত্যন্ত ধৈর্যের সাথে, গণতন্ত্রের স্বার্থে এবং দেশে শান্তিপূর্ণ অবস্থা যাতে বিরাজমান থাকে এবং একটি সুষ্ঠু নির্বাচন আমরা চাই এই সরকারের মাধ্যমেই সম্পন্ন হোক।

তিনি আরও বলেন, জনগণ যদি ভোটকেন্দ্রে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়, তাহলে কোনো শক্তিই নির্বাচনের ফল ভণ্ডুল করতে পারবে না। জনগণ নিজেরাই তা প্রতিহত করবে।

শীর্ষনিউজ