Image description

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজের পদত্যাগ দাবি করেছে বাংলাদেশ বিএনপির নিউইয়র্ক শাখা।

স্থানীয় সময় ৩১ অক্টোবর সন্ধ্যায় জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি হলে সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তুলে ধরেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ। এতে অভিযোগ করা হয়, আলী রীয়াজ অতীতে (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগের পক্ষে কাজ করেছেন। তিনি স্টেট ডিপার্টমেন্টে বিভিন্ন প্যানেলে আলোচনায় দলটির পক্ষ সমর্থন করেছেন।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, একাধিক প্যানেলে তার অবস্থান ছিল পক্ষপাতদুষ্ট। আলী রীয়াজ ঐকমত্যের নামে বিভেদ সৃষ্টি করে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ঘোলাটে করছেন বলেও অভিযোগ করা হয়েছে সংবাদ সম্মেলনে।

সংগঠনের সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদের সঞ্চালনায় করেন এ সময় নিউইয়র্ক স্টেট বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জসিমউদ্দিনসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শীর্ষনিউজ