বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, বিএনপি এখন এমন অবস্থায় পৌঁছেছে যে, যাদের প্রয়োজন হয়, তারা নিজেদের স্বার্থে এ দলকে ব্যবহার করে নিচ্ছে। তার ভাষায়, “বিএনপি আজ অর্জুন গাছের ছালের মতো—যার দরকার পড়ে, কেটে নেয়।”
শনিবার (১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
আলাল বলেন, “দেশ আজ বহুমুখী রূপ ধারণ করা রাজনীতিকদের কবলে পড়েছে। এই অবস্থায় বিএনপির কাজ হবে ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করা।”
তিনি আরও উল্লেখ করেন, অতীতে জামায়াতও বিভিন্ন সময় শাসকদলের কাছ থেকে সুবিধা নিয়েছে। তার দাবি, “জামায়াতের অনেক নেতা একসময় জাসদের সঙ্গে যুক্ত ছিল, এমনকি বিতর্কিত রাজনৈতিক গোষ্ঠীগুলোর সঙ্গেও সম্পর্ক ছিল। সাম্প্রতিক সময়ে শিবিরের কিছু সদস্য ছাত্রলীগ থেকে বের হয়ে নিজেদের পুরোনো পরিচয় প্রকাশ করছে।”
আলালের মতে, জামায়াত এখন রাজনৈতিক কৌশল বদলে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ স্থাপন করছে, যা বিএনপির ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করতে পারে। তিনি বলেন, “এখন দেখা যাচ্ছে, জামায়াত রূপ পাল্টে নতুন মুখোশে হাজির হচ্ছে, আর বিএনপিকে ব্যবহার করা হচ্ছে অর্জুন গাছের ছালের মতো।”
একই অনুষ্ঠানে তিনি একাত্তরের যুদ্ধাপরাধে জড়িতদের বিচার ও জামায়াতের সাংগঠনিক নিষিদ্ধকরণের দাবি জানান।