Image description

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, জামায়াতসহ বেশ কিছু দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। আমরাও বলছি, নিম্নকক্ষে না হলেও উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন হোক। আলাপ–আলোচনার মধ্য দিয়ে আমাদের একটা ঐক্যে পৌঁছাতে হবে।

রোববার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ আয়োজিত ‘জুলাই কারাবন্দিদের স্মৃতিচারণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল হক বলেন, ২০২১ সালে আমরা যখন দল ঘোষণা করি, তখনই বলেছিলাম এক ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। একই সঙ্গে সরকারপ্রধান ও দলের প্রধান হতে পারবে না। সংখ্যানুপাতিক নির্বাচনের মাধ্যমে অংশগ্রহণমূলক পার্লামেন্ট গঠন করতে হবে। আমরাই বলেছিলাম দ্বিকক্ষবিশিষ্ট সংসদ হবে।

তিনি বলেন, আমাদের রাষ্ট্রের মৌলিক সংস্কার না করলে আবারও আগের মতোই প্রশাসন আচরণ করবে, তাহলে এত ত্যাগের বিনিময়ে আমাদের অর্জন কী?

আইনজীবী অধিকার পরিষদের সদস্য সচিব সরকার নুরে এরশাদ সিদ্দিকীর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ হাসানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, আইনজীবী অধিকার পরিষদের নেতা মো. খাদেমুল ইসলাম, মো. মমিনুল ইসলাম প্রমুখ।