
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রভাবশালী এক বিএনপির নেতার ছত্রছায়ায় চলছে আওয়ামী লীগ নেতাদের ব্যবসা-বাণিজ্য। ভাটিয়ারী ইউনিয়নে অবস্থিত পোর্ট লিংক কন্টেইনার ডিপু, শিপ ব্রেকিং ইয়ার্ডসহ ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র। এই এলাকায় আওয়ামী লীগ নেতাদের ব্যবসা-বাণিজ্য ত্রাতা হিসেবে রয়েছে বিএনপির প্রভাবশালী এক নেতা। নুরুল আনোয়ার নামে বিএনপির এই নেতা দীর্ঘ বছর যাবৎ ভাটিয়ারী ইউনিয়নের বিএনপি'র সভাপতির দায়িত্বে রয়েছেন। তাছাড়াও বিএনপির এই নেতার ছত্রছায়ায় ফ্যাসিস্ট সরকারের ডোনার এক শিল্পপতি উপজেলার বাঁশবাড়িয়া ও বাড়বকুণ্ড ইউনিয়নে এখন বি ষ্টীল নামে অসংখ্য সাইনবোর্ড দিয়ে প্রায় ৪/৫ শত একর কৃষি জমি দখল করে ভরাটের কাজ করছে।
জানা যায়, উপজেলার ভাটিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে নুরুল আনোয়ার দীর্ঘ বছর যাবৎ দায়িত্বে রয়েছেন। অথচ বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে এই বিএনপি নেতাকে মাঠে দেখা যায়নি। এমনকি তার বিরুদ্ধে থানায় বিগত ১৭ বছর যাবৎ একটি মামলাও হয়নি। ভাটিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল আনোয়ারের বিরুদ্ধে এসব অভিযোগ প্রকাশ্যে আসে। এলাকার একাধিক দলীয় নেতাকর্মীরা অভিযোগ করেন নুরুল আনোয়ার চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিনের ছত্রছায়ায় বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে দুর্দান্ত প্রতাপ ব্যবসা-বাণিজ্য চালিয়ে যায়। ফৌজদারহাট এলাকায় অবস্থিত পোর্ট লিঙ্ক কন্টেইনার ডিপুতেও এই আওয়ামী লীগ নেতার ব্যবসায়ী পার্টনার ছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর নুরুল আনোয়ার চেয়ারম্যান সদর্পে আবার ফিরে এসে দলীয় পদপদবি ব্যবহার করে আওয়ামী লীগ ব্যবসায়ীদের ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছে।
আওয়ামী লীগের ডোনার এক শিল্পপতির ফোজদারহাট ও লাল ব্যাগ এলাকায় দু’টি শিপ ব্রেকিং ইয়ার্ডের ব্যবসায়িক পার্টনার হিসেবে এই আনোয়ার চেয়ারম্যান সবকিছু দেখভাল করছেন। একইভাবে বিএনপির এই নেতার ছত্রছায়ায় ফ্যাসিস্ট আওয়ামী সরকারের ডোনার এক শিল্পপতি এন বি স্টিল কারখানার করতে বাঁশবাড়িয়া এলাকায় কৃষি জমি ভরাটের কাজ করছেন।
ভাটিয়ারী ইউনিয়ন বিএনপির সহ যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আলম আমার দেশকে বলেন, ভাটিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আনোয়ার চেয়ারম্যান অতীতে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন সংগ্রামে ছিলেন না এবং একটি মামলারও আসামি হননি। অথচ তিনি এখন বিএনপির বড় নেতা। বিশাল পোর্ট লিংক কন্টেনার ডিপুতে তিনি আওয়ামী লীগ নেতাদের দিয়ে কোটি কোটি টাকার ব্যবসা পরিচালনা করছেন। যেসব আওয়ামী লীগ নেতারা বিএনপির মিছিলে হামলা ও মাইক ভাঙচুর করেছে, তারাই পোর্ট লিঙ্ক কন্টেইনার ডিপুতে আনোয়ার চেয়ারম্যানের ব্যবসা-বাণিজ্য পরিচালনা করছে। বিএনপির এই নেতার ছত্রছায়ায় গায়েবি মেম্বারসহ আওয়ামী লীগ নেতারা এলাকায় প্রকাশ্যে চলাফেরা ও ব্যবসা-বাণিজ্য করে আসছে।
বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালামত উল্লাহ আমার দেশকে বলেন, তসলিম উদ্দিন নামে এক শিল্পপতি নয়াখালী ও বাঁশবাড়িয়া মৌজায় প্রায় ৪/৫ শত একর কৃষি জমির উপর অসংখ্য সাইনবোর্ড দিয়ে কৌশলে দখল করে রেখেছে। অথচ এই শিল্পপতি দু’টি মৌজায় মাত্র ২০/২৫ একর জায়গা ক্রয় করেছে।
তিনি আরো বলেন, আমি শুনেছি আনোয়ার চেয়ারম্যানের ছত্রছায়ায় এই শিল্পপতি কারখানা করতে গত কয়েক মাস যাবৎ রাতের আঁধারে শতশত গাড়ি বালুভর্তি ট্রাক দিয়ে কৃষিজমি ভরাট করছে। রহমতের পাড়া এলাকার একটি মসজিদের ১৬ শতক জমিতে বেড়া দিয়ে এই শিল্পপতি বালু দিয়ে ভরাট করে ফেলেছে। পরিবেশ সহ সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি ব্যতীত এভাবে গভীর রাতে কৃষি জমি ভরা করলেও প্রশাসন রহস্যজনকভাবে নীরব রয়েছে।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম আমার দেশকে বলেন, কৃষি জমি ভরাটের বিষয়ে আইনের ব্যাত্যয় ঘটে থাকলে অবশ্যই ওই শিল্পপতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।