
রাজনীতির নামে ধর্মকে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, ‘এটা নৈতিক ও রাজনৈতিকভাবে অপরাধ। ধর্ম কারও একক মালিকানা নয়, ধর্ম মানুষের আত্মিক সম্পদ, তা দিয়ে ভোটের ব্যবসা চলতে পারে না।’
রবিবার (২০ জুলাই) সকাল ১০ টায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘স্বাধীনতাযুদ্ধে বিরোধিতা করা হয়েছে, সেই ভুল আজও স্বীকার করা হয়নি। আমরা রাজনৈতিকভাবে ক্ষমা করেছি, কিন্তু জাতি এখনও ভুলে যায়নি। ৭১-এর যে কাজ অসমাপ্ত ছিল, তা যদি আবার শুরুর চেষ্টা হয়, তবে দেশের মানুষ তা মেনে নেবে না।’
বাংলাদেশের অসম্প্রদায়িক চেতনার কথা তুলে ধরে গয়েশ্বর বলেন, ‘সব ধর্মের মানুষ যাতে সম্মানের সঙ্গে বসবাস করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করাই রাজনীতির দায়িত্ব।
তিনি আরো বলেন, ‘জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে পারে না। তাদের আকাঙ্ক্ষা আমাদের বাস্তবায়ন করতে হবে। সবুজ বাংলাদেশ গড়ার মাধ্যমে শহীদদের স্বপ্ন পূরণ করতে হবে।’
ঢাকা জেলা কৃষক দলের আহ্বায়ক জুয়েল মোল্লার সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু হানিফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজ্জাদ্দেদ আলী বাবু।