
‘দেশ গড়তে জুলাই পদযাত্রার’ অংশ হিসেবে আগামীকাল সোমবার (২১ জুলাই) ফেনীতে পথসভা করার কথা রয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। শহরের ট্রাংক রোডস্থ ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ও পরে মহিপালে আরেকটি পথসভার পরিকল্পনা রয়েছে দলটির।
তবে ক্ষমা না চাইলে নবগঠিত এ দলটির নেতাকর্মীদের ফেনীতে প্রবেশ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জেলার সোনাগাজী উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব সোহাগ নুর। আওয়ামী লীগ ঘোষিত হরতালের প্রতিবাদে রবিবার (২০ জুলাই) সোনাগাজী জিরো পয়েন্টে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।
এ সময় ছাত্রদলের নেতা সোহাগ নুর বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী আমার থেকেও বয়সে ছোট। কিন্তু আমাদের প্রাণের স্পন্দন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, গুম হওয়া নেতা সালাউদ্দিন আহমেদকে নিয়ে কক্সবাজারের পথসভায় তার বক্তব্য অত্যন্ত ঘৃণিত ছিল, আমরা এর নিন্দা জানাই। এই বক্তব্যের জন্য যদি এনসিপি ক্ষমা না চায় তবে তাদেরকে ফেনীতে প্রবেশ করতে দেওয়া হবে না।
তিনি বলেন, এদেশ জাতীয়তাবাদীর দেশ, এদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশ, বেগম খালেদা জিয়ার দেশ, দেশনায়ক তারেক রহমানের দেশ।
একইসঙ্গে ছাত্রদল নেতা সোহাগ তার বক্তব্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগকে উদ্দেশ্য করে বলেন, শান্তিপূর্ণ সোনাগাজীতে হরতালের নামে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করলে বা অপতৎপরতা চালালে সেটি ছাত্রদল কঠোরভাবে রুখে দেবে।
ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন বলেন, ‘ছাত্রদল নেতা সোহাগের বক্তব্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে।
এর আগে শনিবার দুপুরে কক্সবাজার শহরের লালদীঘির পাড়ে পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল; এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছে। ঘের দখল করছে, মানুষের জায়গাজমি দখল করছে, চাঁদাবাজি করছে।