
জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা প্রেসিডিয়াম সদস্য শামীম আখতার পাইলট বলেছেন, সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ বাংলাদেশে নতুন করে নৈরাজ্য সৃষ্টি করার জন্য হরতাল কর্মসূচি দেয়। দেশের মানুষ আওয়ামী লীগের মুজিববাদকে ৫ আগস্ট কবর দিয়েছে। আওয়ামী লীগের হরতাল কর্মসূচি বাংলার মাটিতে এখন আর চলে না। জনগণ জানতে চায় আওয়ামী লীগের হরতাল কই হয়? ভারতে নাকি অনলাইনে?
ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবি নিয়ে দেশব্যাপী গণসংযোগ এবং আগস্ট মাসের ৬ তারিখ খুনি হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। তার অংশহিসেবে মাসব্যাপী কর্মসূচির ২০তম দিন রোববার গাইবান্ধা বাসস্ট্যান্ড, ডিসি মোড়, পৌর হকার্স মার্কেট এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা করেছে দলটি।
জাগপা নেতৃবৃন্দ বলেন, হিন্দুস্তানের সূক্ষ্ম চালে রোববার বাংলাদেশ দ্বিধা বিভক্ত। ৫ আগস্টের ঐক্য ভেঙে আজ আমরা একে অপরের শত্রুতে রূপান্তরিত হচ্ছি দিন দিন। ভারতীয় “র” পরিকল্পনা করছে, পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা বাস্তবায়ন করছে আর দিল্লিতে বসে ফ্যাসিস্ট শেখ হাসিনা মুচকি হাসছে। হিন্দুস্থান আর আওয়ামী লীগের কাছে হার মানা যাবে না, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্তের প্রশ্নে আমাদের সবাইকে একত্রিত হতে হবে।
পথসভায় আরও বক্তব্য রাখেন জাগপার যুগ্ম সাধারণ সম্পাদক রওশন আলম আকন্দ, গাইবান্ধা জেলা সভাপতি জাহিদুল ইসলাম, সাদুল্যাহপুর উপজেলা সভাপতি আপেল রহমান, জেলা জাগপা নেতা শাহী সুমন, আর্টিক হাসান, শামযুজোহা সরকার, মো. মমিন, মো. জহুরুল আকন্দ, আহসান হাবিব, জেলা যুব জাগপা নেতা জান্নাতুল হামীম ও জেলা জাগপা ছাত্রলীগ সভাপতি এনামুল হক এনাম।