
নিষিদ্ধ আওয়ামী লীগের হরতালের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল মহড়া দিয়েছে যুবদল নেতাকর্মীরা।
রোববার (২০ জুলাই) দুপুরে মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ অংশে যুবদল নেতা রাসেল গাজীর নেতৃত্বে হরতালবিরোধী বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল মহড়া দেয়া হয়।
পরে উপজেলা পরিষদের সামনে এসে নিষিদ্ধ আওয়ামী লীগের হরতালের প্রতিবাদে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন যুবদল নেতা কালাম, রাসেল গাজী প্রমুখ।
বক্তারা বলেন, স্বৈরাচার আওয়ামী সরকার ছাত্র-জনতার তোপের মুখে দেশ ছেড়ে পালালেও তার দোসররা দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে।
আওয়ামী লীগ ফেসবুক পেজ থেকে সারা দেশে হরতালের ঘোষণা দেয়। মহাসড়কে চলাচলকারী যাত্রী সাধারণ এবং ব্যবসায়ীদের দোকানপাটের নিরাপত্তাসহ সাধারণ মানুষের জানমাল রক্ষায় আমরা মাঠে রয়েছি। তাদের দোসরদের যেখানেই পাব সেখানেই গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হবে। তাদের কোনোভাবেই দেশের মাটিতে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। বিভিন্ন মোড়ে মোড়ে আমাদের নেতাকর্মীরা নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগকে প্রতিহত করতে শক্ত অবস্থানে রয়েছে।