
প্রশাসনের বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দোসররা এখনো রয়ে গেছে বলে মন্তব্য করেছেন নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, সে কারণে ২৪-এর শহীদ পরিবারের সদস্যরা প্রাপ্ত সম্মানটুকু পাননি।
রবিবার সকালে চট্টগ্রামের মোটেল সৈকতে জুলাই শহীদ পরিবারের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
নাহিদ বলেন, সারা দেশে আমরা পদযাত্রা করছি, সব শহীদ পরিবারের সঙ্গে বসতেছি।
তিনি বলেন, আমরা আপনাদের কাছে কোনো দল হিসেবে আসিনি। আমরা এসেছি অভ্যুত্থানে আমরা ছিলাম, আপনাদের পরিবারের সদস্যরা আমাদের সঙ্গে ছিল, সে জায়গা থেকে দল-মতের ঊর্ধ্বে একটি পরিবার মনে করি।
এনসিপির আহ্বায়ক বলেন, আমরা আমাদের পার্টির পক্ষ থেকে সারা দেশে যাচ্ছি এবং সবার কথা শুনছি। আমরা দলের পক্ষ থেকে একটা শহীদ কল্যাণ-আহত সেল করছি, তার অধীনে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। যেখানে যাচ্ছি, আমরা পুনরায় সবার নাম্বারগুলো নিচ্ছি।