Image description

 অসৎ উদ্দেশ্যে কারাগারে নিজের কণ্ঠ পরীক্ষা করা হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু। রোববার (২০ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এমন মন্তব্য করেন তিনি। এদিন জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তাকেসহ ১৬ জনকে ট্রাইব্যুনালে আনে পুলিশ।

শুরুতেই হাসানুল হক ইনুর হয়ে কথা বলার অনুমতি চান আইনজীবী আবুল হাসান। অনুমতি পেয়ে ইনু বলেন, ‘মাননীয় বিচারক, আমি এ মামলায় অভিযুক্ত। কিন্তু জুন মাসে কারাগারে আমার স্বর বা কণ্ঠ পরীক্ষা করেন কয়েকজন ডিবি কর্মকর্তা। অথচ আমাকে আদালতের কোনো আদেশ দেখানো হয়নি। অতএব অসৎ উদ্দেশ্য ও চক্রান্তের জন্য এসব করা হয়।’

এ সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ‘জিজ্ঞাসাবাদের জন্য ভয়েস পরীক্ষা করা যেতে পারে। এটি তদন্তের স্বার্থেই করা হয়। মূলত অন্য কণ্ঠের সঙ্গে মেলানোর জন্য পরীক্ষাটি করা হয়। আদালতের আদেশ দেখানোর কোনো এখতিয়ার নেই।’