
জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই আন্দোলনের পর সরকার পরিবর্তন হয়েছে কিন্তু ব্যবস্থার কোনো পরিবর্তন হয়নি। এখনো হামলা চলছে, নৈরাজ্য চলছে, লুটপাট চলছে। অগণতান্ত্রিক সুবিধা আদায় ও ভয়ের সংস্কৃতি তৈরি করে রাখা হয়েছে। আগামীতেও যদি এভাবে চলে তবে দেশের মানুষজন কঠিন জবাব দেবে।’
শনিবার (১৯ জুলাই) রাত ৯টার দিকে বান্দরবান শহরের প্রেস ক্লাব চত্বরের এনসিপি’র আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
এনসিপি’র জেলা সমন্বয়ক শহিদুল রহমান সোহেলের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম সমন্বয়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাসহ কেন্দ্রীয়, চট্টগ্রাম মহানগর ও বান্দরবান জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘এ মুহূর্তে দেশে বিচার আর সংস্কার খুবই জরুরি। ফ্যাসিবাদী দোসররা এখনো দেশে ষড়যন্ত্র করছে। আগামী নির্বাচনে সংসদের উভয় কক্ষে পার্বত্য চট্টগ্রামের প্রতিনিধিত্ব রাখা হবে। সেইসাথে পার্বত্য চট্টগ্রামে সকল বিভাজন দূর করে সকল জাতি গোষ্ঠীর মধ্যে শান্তি ও সম্প্রীতি স্থাপন করা হবে।’
সমাবেশকে কেন্দ্র করে দুপুর থেকে নেতাকর্মী ও দর্শনার্থীরা সমাবেশ স্থলে জড়ো হন। এছাড়া শহরে নেতাকর্মীদের নিয়ে পদযাত্রা হওয়ার কথা থাকলেও পরে তা বাতিল করা হয়। এদিকে কক্সবাজারের চকরিয়াসহ বিভিন্ন জায়গায় এনসিপির নেতৃবৃন্দ ও গাড়ি বহরে হামলা হওয়ার পর বান্দরবান শহর জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়। অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় সমাবেশে স্থল ঘিরে রাখে পুলিশ।