
আশির দশকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এরপর পুরোদমে রাজনীতিতে জড়িত, পাশাপাশি যুক্ত ছিলেন আইন পেশায়ও। তবে পড়ন্ত বেলায় এসে বছর দুয়েক আগে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম (মাস্টার্স) সম্পন্ন করেছেন তিনি। সরকারি ও বেসরকারি দুটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন বিএনপির সিনিয়র এই রাজনীতিবিদ। তার ভাষ্য, এ জন্য তিনি গর্বিত।
আজ শনিবার (১৯ জুলাই) রাজধানীর রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘২৪-এর গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অবদান ও শহীদদের স্মরণে আয়োজিত এক স্মরণসভায় তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘আমার সৌভাগ্য হয়েছে যে সরকারি ও বেসরকারি দুটিই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। আমাদের সময় তো বেসরকারি বিশ্ববিদ্যালয় ছিল না। তখন মাত্র ৬-৭টি সরকারি বিশ্ববিদ্যালয় ছিল (দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল নব্বই দশকে। ১৯৯২ সালে দেশে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়)। এখন এই বয়সে এসে অনেকটা পড়ন্তই (পড়ন্ত বেলায়) বলব, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে গেলাম।
তিনি বলেন, ‘ছাত্র হয়ে জেলখানা থেকে পরীক্ষা দিয়েছিলাম আমি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কারাগারে গিয়ে পরীক্ষা দিয়েছে, সেই নজির কম। কারা কর্তৃপক্ষ সেটি আমাকে বলেছে। আমি এলএলএম (মাস্টার্স) পরীক্ষাটা দিয়েছি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে, কারাগার থেকে। তাই আমি সরকারি ও বেসরকারি দুটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। এজন্য আমি গর্বিত।’
১৯৮৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছিলেন রিজভী এবং ১৯৯০ সাল পর্যন্ত এ দায়িত্ব পালন করেন। এরপর পুরোদমে ছাত্রদলের রাজনীতিতে পদচারণা এবং পরবর্তী সময়ে বিএনপিতে। পাশাপাশি সাংবাদিকতা দিয়ে শুরু হয় তার পেশা, বর্তমানে সুপ্রিম কোর্টের আইনজীবী।
এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল ও ইতিহাস এ দুটি বিষয়ে এমএ এবং আইন বিষয়ে স্নাতক পাস করেন তিনি। মাঝখানে তিন দশক পার হওয়ার পর ২০২৩ সালের শুরু দিকে নাশকতার বেশ কয়েকটি মামলায় সেই সময় কারাগারে থাকা রিজভী এলএলএম (মাস্টার্স) পরীক্ষার অনুমতি পেয়েছিলেন।
ওই সময় রুহুল কবির রিজভীর অন্যতম আইনজীবী জাকির হোসেন জুয়েল জানিয়েছিলেন, রুহুল কবির রিজভী আইনজীবী। তিনি এলএলবি পাস করে আইন পেশায় যুক্ত আছেন। অধিকতর শিক্ষার জন্য তিনি এলএলএম (মাস্টার্স) করছেন। আগামী সপ্তাহে তার এলএলএমের ফাইনাল সেমিস্টারের পরীক্ষা। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এলএলএম পড়ছেন।
এর আগে এ পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি চেয়ে আবেদন করেছিলেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত কারা বিধি অনুসারে তাকে পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি দিয়েছিলেন তখন।