Image description

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার (১৯ জুলাই) মহাসমাবেশ করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। সমাবেশ ঘিরে উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও রমনা পার্ক এলাকায় ব্যাপক জনসমাগম হয়। এতে এসব এলাকায় ময়লা-আবর্জনার স্তূপ জমে।

এবার ঢাবি এলাকার ময়লা পরিচ্ছন্নতার সিদ্ধান্ত নিয়েছে শাহবাগ থানা জামায়াতে ইসলামী বাংলাদেশ। বিষয়টি নিশ্চিত করেছেন ওই থানার দায়িত্বরত জামায়াত নেতা অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক। 

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফেসবুক স্ট্যাটাসে ওই নেতা লেখেন, ‌‌‘আজকে প্রোগ্রামের কারনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে ময়লা আবর্জনা হয়েছে আমরা তা পরিষ্কার করে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ক্যাম্পাসে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে ইনশাআল্লাহ।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ এক ফেসবুক স্ট্যাটাসে বলেন, ‌‘ঢাবি ক্যাম্পাসের নিকটস্থ  জামায়াতের সাংগঠনিক থানা শাখার দায়িত্বশীল শাহ মাহফুজুল হক ভাইকে ধন্যবাদ। সমাবেশ শেষ হওয়া মাত্রই এমন উদ্যোগ নেয়াটা প্রয়োজন ছিল।’

প্রসঙ্গত, সাত দফা দাবিতে অনুষ্ঠিত হয়েছে জামায়াতের আজকের সমাবেশ। দাবিগুলোর মধ্যে রয়েছে— অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, সব গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, ‘জুলাই সনদ’ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও এক কোটির বেশি প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিতকরণ। বাংলাদেশের স্বাধীনতার পর প্রথমবারের মতো এককভাবে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছে দলটি।