Image description

কক্সবাজারে চকরিয়া পৌর এলাকায় জনতার টাওয়ারের সামনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মঞ্চ ভাঙচুরের পর দখল করে নিয়েছে বিএনপির নেতাকর্মীরা। শনিবার (১৯ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

এরআগে বিকেল ৩টার দিকে ট্রাকের উপর স্থাপিত এই সভামঞ্চে এনসিপি সভাপতি নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের বক্তব্য দেওয়ার কথা ছিল। কিন্তু তারা পৌঁছানোর আগেই বিএনপি নেতাকর্মীরা এ মঞ্চ ভাঙচুর করে। পরে সমাবেশস্থল দখলে নিয়ে নেয় তারা। চকরিয়া উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হকের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী এই ঘটনা ঘটায়।

চকরিয়া থেকে একাধিক প্রত্যক্ষদর্শী সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানিয়েছে, কক্সবাজার শহরে এনসিপি প্রধান সমন্বয়ক নাছির উদ্দিন পাটোয়ারীর বক্তব্যকে ঘিরে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শহরের পাবলিক লাইব্রেরি মাঠে এনসিপির জনসভা চলাকালে সঞ্চালনা করছিলেন নাছির উদ্দিন পাটোয়ারী। সঞ্চালনাকালে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে ইঙ্গিত করে বলেন, শিলং থেকে নাকি একজন গডফাদার এসেছে!

তার এই বক্তব্য দ্রুত নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে এবং বিএনপি নেতাকর্মীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তারই রেশ ধরে চকরিয়ায় এনসিপির সভামঞ্চ ভাঙচুর করা হয়। ওই সময় পুলিশ এসে উশৃঙ্খল নেতাকর্মীদের ধাওয়া করলেও কিছুক্ষণ পর আবারও তারা ফিরে আসেন। এবার তারা ট্রাকে স্থাপিত সভামঞ্চটি নিজেদের দখলে নেন।

অন্যদিকে এনসিপির সভামঞ্চের আশেপাশে সেনাবাহিনী ও পুলিশ অবস্থান নিয়েছে। এই প্রতিবেদন তৈরিকালিন (বিকেল ৫টা) এনসিপির কেন্দ্রীয় নেতারা কক্সবাজার থেকে চকরিয়ায় এসে পৌঁছাননি বলে স্থানীয় সুত্র জানিয়েছেন।

এ বিষয়ে আইনশৃংখলা বাহিনীর বক্তব্য পাওয়া যায়নি।