Image description

জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রচলিত কোনো রাজনৈতিক দল নয়। জামায়াতে ইসলামী কোনো প্রচলিত ইসলামী দল নয়। এটি একটি ইসলামী আন্দোলন।

এটিএম আজহারুল ইসলাম আরও বলেন, আমি ফাঁসির মঞ্চ থেকে আজ লাখো জনতার এই মহাসমুদ্রে উপস্থিত হতে পেরেছি। আমাকে হত্যার আয়োজন করা হয়েছে। আমি সরকারের কাছে আবেদন করতে চাই, আমাদের যে ১০ জন ভাইকে হত্যা করা হয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। যারা এই হত্যাকাণ্ডে জড়িত, তাদের বিচার করতে হবে। আমাদের কোনো শক্তি আটকাতে পারে নাই, পারবে না ইনশাআল্লাহ।

জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য আরও বলেন, জামায়াতের নেতৃবৃন্দ পালায় না। আমাদেরকে উপড়ে ফেলতে পারবেন না। যারা উপড়ে ফেলতে আসবেন তাদের দাঁত ভেঙে দেওয়া হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রচলিত কোনো রাজনৈতিক দল নয়। জামায়াতে ইসলামী কোনো প্রচলিত ইসলামী দল নয়। এটি একটি ইসলামী আন্দোলন।