
জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) উত্তরাঞ্জলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, অভ্যুত্থানের এক জুলাই থেকে আরেক জুলাই এসে আমরা পৌঁছেছি, কিন্তু এ দেশ থেকে মুজিববাদী ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। মুজিববাদের কোমর ভেঙে দিতে হবে।
শনিবার (১৯ জুলাই) বেলা ২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সারজিস আলম বলেন, ‘এই বাংলাদেশে আর ভারতীয় আধিপত্যের জায়গায় হতে দেওয়া যাবে না। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধ আমাদের ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যেতে হবে।’
তিনি বলেন, ‘আমাদের রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, কিন্তু মুজিববাদের প্রশ্নে, আওয়ামী লীগের প্রশ্নে সবাই আমরা ঐক্যবদ্ধ।’
এনসিপির এই নেতা বলেন, ‘যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা অভ্যুত্থান করেছি, আজ আরেক আগস্ট এলো, কিন্তু আমাদের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের সুশীল ভূমিকা দেখতে চাই না, আমরা আপনাদের গণঅভ্যুত্থানের সরকার হিসেবে দেখতে চাই।’
তিনি বলেন, বাংলাদেশে খুনি হাসিনার বিচার হতেই হবে। গণঅধিকার পরিষদ নির্বাচন হতে হবে।