Image description

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘পতিত স্বৈরাচার পলাতক শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। খুনি হাসিনা বাংলাদেশের শান্তি চায় না, চায় রক্ত, চায় রাজত্ব ও শুধু চায় লাশ।’

গোপালগঞ্জে হামলার প্রসঙ্গে তিনি বলেন, ‘গোপালগঞ্জ কি বাংলাদেশের বাইরে, গোপালগঞ্জ কি কলকাতায়, গোপালগঞ্জ কি রাজস্থানে? পতিত স্বৈরাচাররা কি করে এনসিপির নেতৃবৃন্দের ওপর হামলা চালানোর দুঃসাহস পেল। পাশের দেশে বসে মোবাইল ফোনে দেশটাকে অশান্ত করে তুলছে।’

আজ শুক্রবার বিকেলে বরিশালে বিএনপি আয়োজিত কেন্দ্র ঘোষিত শোক র‌্যালি পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘হাসিনা এই দেশকে সোনার খনি মনে করে। হাসিনা, তার বোন রেহানা, ছেলে-মেয়ে, ভাগিনা, ভাগ্নিসহ আত্মীয়স্বজনরা মিলে এই দেশের সম্পদ লুটপাট করে নিয়েছে। যা এখন তদন্তে বের হচ্ছে।’

গোপালগঞ্জে খালেদা জিয়াকে হেয় করে এনসিপি নেতার বক্তব্যের সমালোচনা করে রিজভী আহমেদ বলেন, ‘সেদিন আপনাদের এক নেতা তার বক্তব্যে বলেছেন, আমরা গোপালগঞ্জের নাম পরিবর্তন করতে আসিনি। কেন আপনারা এই বক্তব্য দিতে গেলেন? আপনারা এই বক্তব্যের মাধ্যমে একটি দলের প্রধানকে অপমান করেছেন। কিন্তু আমরা আপনাদের প্রতি আক্রমণমূলক কথা না বলে বিএনপির পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে, বিএনপি পতিত স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের কথা বলা হয়েছে।’

বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্যসচিব জিয়াউদ্দীন সিকদারের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সাবেক এমপি মেজবাউদ্দীন ফরহাদ ও আবুল হোসেন খান, বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মো. শহীদুল্লাহ, দক্ষিণ জেলা সদস্যসচিব আবুল কালাম শাহীন প্রমুখ।