Image description

ছাত্রদের নতুন সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে রয়েছে বেশ কয়েকজন মাদাসার ছাত্র।

আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ কমিটি ঘোষণা করে সংগঠনটি‌।

কমিটিতে মাদাসার ছাত্রদের মধ্যে রয়েছে, আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার আবরার কাউসার (যুগ্ম সদস্য সচিব), জামিয়া ইসলামিয়া ফকিরাপুল মাদরাসার মাজহারুল ইসলাম (সংগঠক), জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া (যাত্রাবাড়ি বড়) মাদরাসার মোহাম্মদ আরশাদ হোসাইন (কেন্দ্রীয় কমিটির সদস্য), আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া মাদরাসার নাহিন শিকদার (কেন্দ্রীয় কমিটির সদস্য), জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার মাহদি হাসান (কেন্দ্রীয় কমিটির সদস্য), ঢাকা আলিয়া ও যাত্রাবাড়ি বড় মাদ্রাসার রাকিবুল ইসলাম সবুজ (কেন্দ্রীয় কমিটির সদস্য) ও আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি মাদরাসার খালেদ বিন কালাম (কেন্দ্রীয় কমিটির সদস্য)।