Image description

নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘জাতীয় নাগরিক পার্টি’। আগামীকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের সামনে থেকে আনুষ্ঠানিকভাবে দলের পথচলা শুরু হবে। দলটি মূলত তরুণ নেতৃত্বকে সামনে রেখে গঠিত হচ্ছে, যেখানে শীর্ষ ৯টি পদে থাকছেন দুই নারী।

দলটির অন্যতম শীর্ষ নেতা জানিয়েছেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটিতে একাধিক নারী নেতৃত্ব থাকছে, যা দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। এছাড়া, নতুন করে দপ্তর সম্পাদক নামে একটি পদ যুক্ত করা হয়েছে।

দলের নেতৃত্বে যারা আসছেন
নতুন দলের আহ্বায়ক হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার থেকে পদত্যাগ করা উপদেষ্টা নাহিদ ইসলাম, আর সদস্য সচিব হিসেবে দায়িত্ব নিচ্ছেন জাতীয় নাগরিক কমিটির বর্তমান সদস্য সচিব আখতার হোসেন।

দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিচ্ছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন। এছাড়া, সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে আলোচনায় আছেন তিনজন— ডা. তাসনিম জারা, মনিরা শারমিন এবং নাহিদা সরোয়ার নিভা। এর ফলে দলটির গুরুত্বপূর্ণ পদগুলোতে নারীদের ভূমিকা সুস্পষ্ট হয়ে উঠছে।

প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, আর যুগ্ম সমন্বয়কের ভূমিকায় থাকবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ।

দলের মুখ্য সংগঠক থাকবেন দুইজন— দক্ষিণাঞ্চলের দায়িত্বে থাকবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, আর উত্তরাঞ্চলের দায়িত্বে থাকবেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

নতুন অন্তর্ভুক্ত দপ্তর সম্পাদক পদে আসতে পারেন জাতীয় নাগরিক কমিটির সহ-মুখপাত্র সালেহ উদ্দিন সিফাত, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।